ডিসেম্বরের আগে নির্বাচন চায় ৫০ টি দল: আমির খসরু
তিনি বলেন, এসব দল সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছে নির্বাচন কমিশনকে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নিতে বলেছে।
আমীর খসরু প্রশ্ন তোলেন, "জনগণ বলতে কাকে বোঝানো হচ্ছে? যদি বিশেষ সুবিধাভোগী একটি গোষ্ঠী গণতন্ত্র ও ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তা পরিষ্কারভাবে দেখা দরকার।"
তিনি আরও বলেন, গত ১৬ বছরের লড়াই ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই এই আন্দোলনের লক্ষ্য ছিল।
তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশের জনগণ কোনো 'মহামানব' এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে— এই আশায় সংগ্রাম করেনি। জনগণ চায় তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হোক এবং সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হোক।