গাজায় আরও জোরালো হামলার নির্দেশ নেতানিয়াহুর !
গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই এ ঘোষণা দেন তিনি। রোববার (২০ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) গাজায় হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
শনিবার (১৯ এপ্রিল) রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, "চরম মূল্য দিতে হলেও ইসরায়েলের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে।"
নেতানিয়াহু আরও বলেন, "হামাসের দাবি মেনে নিলে আমাদের সেনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে। গাজায় হামাসের উপস্থিতি থাকা মানেই প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য পুনর্গঠনের পরিকল্পনা ব্যর্থ হওয়া।" তিনি দাবি করেন, গাজায় দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির বসবাস থাকলেও, এই ভূখণ্ডে আমেরিকার স্বার্থ রয়েছে।
তবে নেতানিয়াহুর বক্তব্যের কড়া সমালোচনা করেছে হোস্টেজ ফ্যামিলিজ ফোরাম হেডকোয়ার্টার্স। সংগঠনটি বলেছে, নেতানিয়াহুর কোনো বাস্তব পরিকল্পনা নেই এবং মূল প্রশ্ন এড়াতেই তিনি সময় দেননি সাংবাদিকদের।
এদিকে, শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু নারী ও শিশু। গাজার দক্ষিণাঞ্চলের রাফার শাবৌর ও তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়ে হামলা চালিয়েছে আইডিএফ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত এক মাসেই ৪ লাখ ২০ হাজার ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেড় বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতে ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তবে বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।