" পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাঘচি - dailymorning.online

banner

পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাঘচি






রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (১৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে রাশিয়া সফর নিয়ে আব্বাস আরাঘচি সাংবাদিকদের বলেন, 'রাশিয়ায় আমার ভ্রমণের উদ্দেশ্য হলো পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে।'

8ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

src="//solemnbible.com/77ee47669ad5512d60a702f2eaf46e7a/invoke.js">

এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি ঘোষণা করেন, আরাঘচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন, যা পূর্বে নির্ধারিত ছিল।

ওইদিনই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে, পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরাঘচির সঙ্গে দেখা করবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে।

ইরান-রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন, এটি রাশিয়ান স্টেট ডুমায় পাস হয়েছে এবং এখন ইরানেও আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল।

Next Post Previous Post

banner