" তদবির করলে আগে চা-নাস্তা, পরে পুলিশে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা - dailymorning.online

banner

তদবির করলে আগে চা-নাস্তা, পরে পুলিশে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করেই তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়ে গেছে, যাদের অনেককেই তিনি চেনেন না। তিনি হুঁশিয়ার করে বলেন, “আমার নামে কেউ তদবির করতে এলে প্রথমে চা-নাস্তা খাওয়াবেন, তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।”

উপদেষ্টা আরও বলেন, 'জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে। পুলিশকে মাঠে নামতে হবে। তবে পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং বাড়াতে হবে।

Next Post Previous Post

banner