ইসরায়েলি হামলায় গাজায় ঘরবাড়ি, তাঁবু শিবির ও সেলুনে বোমা বর্ষণ, নিহত ৬৪
আল জাজিরাকে চিকিৎসা সূত্র জানিয়েছে, শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এক জরুরি সতর্কবার্তায় বলেছে, “গাজায় এখনই খাদ্য প্রয়োজন,” কারণ সেখানে লক্ষাধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন।
গাজায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, অবিরাম ইসরায়েলি বোমা হামলা ও মানবিক সহায়তা আটকে থাকার কারণে শিশুদের জন্য খাদ্য জোগাড় করতে না পেরে মানুষ “মানসিকভাবে ভেঙে পড়েছে।”