" আ.লীগ নেতার শরীর তল্লাশি করতেই বেরিয়ে এলো ইয়াবা - dailymorning.online

banner

আ.লীগ নেতার শরীর তল্লাশি করতেই বেরিয়ে এলো ইয়াবা

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মনির হোসেন নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার আওয়ামী লীগ মনির হোসেন (৪৯) সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।


জানা গেছে, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের উকিল বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেনের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেট থেকে ৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মনির হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner