" ‘মলম পার্টি’ থেকে ‘নতুন আওয়ামী লীগ’—উদ্ভট দল গঠন নিষিদ্ধের দাবি রাশেদ খানের - dailymorning.online

banner

‘মলম পার্টি’ থেকে ‘নতুন আওয়ামী লীগ’—উদ্ভট দল গঠন নিষিদ্ধের দাবি রাশেদ খানের

 

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সম্প্রতি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা বিভিন্ন দলের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "'বাংলাদেশ মলম পার্টি' নামেও একটি দল গঠিত হয়েছে। আমাদের তো মনে হয় না যে, সরকারের রুচিবোধ এতটাই খারাপ যে ঐ ব্যক্তিকে এই নামে দল গঠনের অনুমতি দিয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা দেখেছি, আওয়ামী লীগের নাম ব্যবহার করে কেউ 'নতুন আওয়ামী লীগ' বা 'নবীন আওয়ামী লীগ' নামে দলের আবেদন করেছে। এটি সরকারের সহযোগিতার বিষয় হওয়া উচিত নয়।"

রাশেদ খান মনে করেন, "ভাইরাল হওয়ার ধান্দায় কিছু ব্যক্তি নানা ধরনের অদ্ভুত নাম দিয়ে 'এক ব্যক্তি, এক নেতা, এক দল' ভিত্তিতে দল তৈরি করছেন। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই সরকারের উচিত হবে আইন করে এ ধরনের দল গঠন নিষিদ্ধ করা।"

Next Post Previous Post

banner