" নতুন রং আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা,নাম ‘ওলো’ - dailymorning.online

banner

নতুন রং আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা,নাম ‘ওলো’

 

রঙিন এই পৃথিবীতে রঙের খেলার যেন শেষ নেই। দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের কাছে রং শুধু দেখার বিষয় নয়, বরং তা আবেগ, অনুভূতি ও আচরণেও প্রভাব ফেলে। এবার সেই রঙের জগতে যুক্ত হলো এক চমকপ্রদ আবিষ্কার,নতুন একটি রং, যার নাম ‘ওলো’। এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।


নতুন একটি রং আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। রংটির নাম দেওয়া হয়েছে ওলো। গবেষকদের দাবি, এটি এমন একটি রং যা আগে কোনো মানুষ কখনো দেখেনি। এর ধরণ উজ্জ্বল নীল-সবুজ। তবে মানুষের সাধারণ চোখে এটি দেখা সম্ভব নয়।


যা সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকদের সমন্বয়ে এই গবেষণা চালানো হয়। সেখানে গবেষণায় অংশ নেওয়া পাঁচজনের চোখে লেজার রশি নিক্ষেপ করে বিশেষ কোষ উদ্দীপ্ত করার মাধ্যমে এই রংটি দেখা সম্ভব হয়েছে বলে জানানো হয়।


গবেষণার সহলেখক ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেন এনজি বলেন, “ওলো এমন একটি রং, যা বাস্তব পৃথিবীর যেকোনো রঙের চেয়ে বেশি উজ্জ্বল ও স্যাচুরেটেড।”
তিনি উদাহরণ দিয়ে আরও বলেন, “আপনি সারাজীবন শুধু হালকা গোলাপি রং দেখে এসেছেন। হঠাৎ একদিন কেউ একটি শার্ট পরে এলো, যার রং এত তীব্র যে আপনি অবাক হয়ে গেলেন। সেটি হল ওলো-একটি সম্পূর্ণ নতুন রং।”


এদিকে যুক্তরাষ্ট্রের সিটি সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয়ের ভিশন সায়েন্টিস্ট প্রফেসর জন বারবার জানান, “এটি নিঃসন্দেহে প্রযুক্তিগত একটি অর্জন। তবে এটি সত্যিকারের নতুন রং কিনা তা বিতর্কের বিষয়।”
তার মতে, “কনকোষের সংবেদনশীলতায় পরিবর্তন এনে কোনো রঙের তীব্রতা বা উজ্জ্বলতা পরিবর্তন করা নতুন কিছু নয়।”


বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের পরিচিত জগতকে নতুন করে দেখতে শেখায়। ‘ওলো’ নামে অদেখা রঙের এই আবিষ্কার ভবিষ্যতের চাক্ষুষ অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করতে পারে,যদিও তা এখনও সাধারণ চোখের বাইরে। গবেষণার অগ্রগতি হয়তো একদিন এই রহস্যঘেরা রঙের দ্বার উন্মোচন করবে আমাদের জন্যও।

 

 

 


সূত্র:https://ln.run/LP0U4

Next Post Previous Post

banner