" ‘অনেকেই ভেবেছিল হবার নয়, প্রফেসর ইউনূস করে দেখালেন’ - dailymorning.online

banner

‘অনেকেই ভেবেছিল হবার নয়, প্রফেসর ইউনূস করে দেখালেন’

রোহিঙ্গাদের ১ লাখ ৮০ হাজার নিজ দেশে ফেরত যাওয়া প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘অনেকেই ভেবেছিল এটা হবার নয়, কিন্তু প্রফেসর ইউনূস ঠিক সেটাই করে দেখালেন।’


শুক্রবার (৪ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে ১ লাখ ৮০ হাজার মানুষ নিজ দেশে ফিরে যেতে পারবেন। মোট ৮ লাখের তালিকা থেকে এই প্রথম নিশ্চিতভাবে কিছু মানুষের ফেরার যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার। চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে আছে আরও ৭০ হাজার রোহিঙ্গা।’


প্রধান উপদেষ্টার প্রশংসা করে তাসনিম জারা লেখেন, ‘অনেকেই ভেবেছিল এটা হবার নয়, কিন্তু প্রফেসর ইউনূস ঠিক সেটাই করে দেখালেন। যে দরজা একসময় শক্ত করে বন্ধ ছিল, আজ সেটা একটু হলেও খুলেছে। এটা আমাদের জন্য আশার খবর।’


মিয়ানমার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা যোগ্য বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।


তারা জানিয়েছে, আরও ৭০ হাজার রোহিঙ্গা চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner