" আবারও নিষেধাজ্ঞার কবলে হৃদয়! - dailymorning.online

banner

আবারও নিষেধাজ্ঞার কবলে হৃদয়!

 

গত কয়েকদিনে তাওহিদ হৃদয়কে নিয়ে পানি কম ঘোলা হয়নি। আজ শনিবারও মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটার ব্যাপক আলোচনায়। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচ শেষে রাত নেমে আসতেই ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন হৃদয়। তাও আবার চার ম্যাচ!


এই গুঞ্জনের সত্যতা যাচাইয়ে গাজী গ্রুপ ও মোহামেডানের মধ্যকার লড়াইয়ের ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জাগো নিউজ। তবে বারবার চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।


অর্থাৎ হৃদয়কে সত্যিকার অর্থেই নিষিদ্ধ করা হয়েছেন কি না, হলেও সেটি কত ম্যাচের জন্য সে ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।


শনিবার গাজী গ্রুপের লেগস্পিনার ওয়াসি সিদ্দিকীর বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ হওয়ার পরও উইকেটে দাঁড়িয়েছিলেন হৃদয়। আম্পায়ারের দিকে তাকিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন, বল তার ব্যাট ছোঁয়ার পর মাটিতে ড্রপ করে উইকেটকিপার গাজী তাহজিবুল ইসলামের গ্লাভসে লেগে শর্ট থার্ডম্যানে দাঁড়ানো পারভেজ জীবনের হাতে গিয়েছে। অর্থাৎ হৃদয়ের দাবি, এটা বাম্প ক্যাচ ছিল।


হৃদয়ের এমন কাজের বিরুদ্ধে আম্পায়ার শিপার অবশ্যই ম্যাচ রেফারির কাছে গেছেন। এই আম্পায়ারের রিপোর্টের প্রেক্ষিতে হৃদয় নিষিদ্ধ হতে পারেন বলে সিসিডিএমের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে রাত ১০টায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ম্যাচ রেফারির আনুষ্ঠানিক সিদ্ধান্ত সিসিডিএমে পৌঁছেনি।


উল্লেখ্য, হৃদয়ের আগেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল। আজ তার নামের পাশে আরও এক ডিমেরিট যোগ করা হয়েছে। এটি দেখে কেউ কেউ ধারণা করছেন, এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ডানহাতি ব্যাটার।


এদিকে হৃদয়ের ক্রিজে দাঁড়িয়ে থাকা নিয়েও তৈরি হয়েছে ধূম্রজাল। হৃদয় এবং মোহামেডান অফিসিয়ালদের বক্তব্য, আউট হয়ে আম্পাায়ারকে কিছু বলেননি হৃদয়। বল হঠাৎ করে লাফিয়ে ওঠায় নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন। ম্যাচ রেফারি শিপারের ফোন বন্ধ থাকায় প্রকৃত ঘটনা যায়নি।


শেষ পর্যন্ত হৃদয় নিষিদ্ধ হবেন নাকি অর্থ জরিমানায় দণ্ডিত হবেন, এমন প্রশ্ন উঠেছে ক্রিকেটপাড়ায়।

Next Post Previous Post

banner