" শহীদেরও কি শ্রেণি বিভাজন? আবু সাঈদকে বরণ, ওয়াসিমকে ভুলে যাওয়া ইতিহাস! - dailymorning.online

banner

শহীদেরও কি শ্রেণি বিভাজন? আবু সাঈদকে বরণ, ওয়াসিমকে ভুলে যাওয়া ইতিহাস!

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একই দিনে শহীদ হন আবু সাঈদ এবং চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম। অথচ সাম্প্রতিক সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি করা পহেলা বৈশাখের একটি স্লাইড শোতে শহীদ ওয়াসিমকে উপেক্ষা করা হয়েছে। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে সামাজিক ও রাজনৈতিক পরিসরে।

এসএ টিভির এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেন, “আমি প্রথমত আপনাকে বলি, শহীদ ওয়াসিমের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে চিরকাল। ইতিহাসে কে কাকে স্বীকার করল বা অস্বীকার করল, সেটা ব্যক্তি ও গোষ্ঠিগত সংকীর্ণতার বিষয়। তবে জাতি শহীদ ওয়াসিমকে ইতোমধ্যেই গ্রহণ করেছে, এবং ইতিহাস একদিন তাকে স্বীকৃতি দেবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনায় যারা যুক্ত, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা ও এনসিপির নেতারা যদি তাকে অবজ্ঞা করেন, তাহলে তার পরিণতি ভবিষ্যতে তাদেরই ভোগ করতে হবে। আমি শহীদ ওয়াসিমের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আশা করছি—যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন, তারা নিজেদের ভুল বুঝে তাকে তার প্রাপ্য মর্যাদায় পুনঃস্থাপন করবেন।”

 

Next Post Previous Post

banner