উত্তেজিত হলে হারবেন, শান্ত থাকলে জিতবেন: ইমাম-মুয়াজ্জিনদের মমতা
ভারতে সম্প্রতি পাস হওয়া সংশোধিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না, তা আরও একবার জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৬ এপ্রিল) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে গিয়ে মুসলিমদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
মমতা বলেন, সঙ্কটের সময়ে ঠান্ডা থাকুন, সংযত থাকুন। আপনারা উত্তেজিত হলে হারবেন। শান্ত থাকলে জিতবেন।
তিনি বলেন, বাংলায় আন্দোলন করলে হবে না। আন্দোলন করতে হলে দিল্লিতে যান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চান। রাস্তায় থাকুন। ময়দানে থাকুন।
ভারতের আইন ও সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে মমতা বলেছেন, সংবিধান সংশোধন না করে বিল পাশ করে সংশোধনী আইন করা বিজেপির চালাকি। সংবিধান সংশোধন করতে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা লাগে। তা নেই বলেই এ ভাবে করেছে।
মমতার দাবি, আইনশৃঙ্খলার মতো জমিজমার বিষয়ও রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে তা ‘লঙ্ঘিত’ হয়েছে।
(function(etmmoq){
var d = document,
s = d.createElement('script'),
l = d.scripts[d.scripts.length - 1];
s.settings = etmmoq || {};
s.src = "\/\/negrystivi.com\/bFX.VSssd_GJlk0\/YcWmcG\/-eWmV9jukZpU\/l\/kiPPTQY\/yjNgjEApw\/MKjjQjtXNojOIT2PMpDHAGyLN-QQ";
s.async = true;
s.referrerPolicy = 'no-referrer-when-downgrade';
l.parentNode.insertBefore(s, l);
})({})
"font-size: 20px;">
বক্তৃতায় সময় এক পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারের নথি অনুযায়ী পশ্চিমবঙ্গে ৪০,৪৮৯ জন ইমাম এবং ২৮,০০০ জন মুয়াজ্জিন রয়েছেন। আপনাদের হাতজোড় করে বলছি, কেউ অশান্তি করতে চাইলে আপনারা নিয়ন্ত্রণ করুন। অশান্তি করতে দেবেন না। ধর্মীয় জায়গা থেকে আপনারা শান্তির আবেদন জানান।