" সংকট সমাধানে গণতন্ত্রের কাছেই ফিরতে হবে : মান্না - dailymorning.online

banner

সংকট সমাধানে গণতন্ত্রের কাছেই ফিরতে হবে : মান্না

 




দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে মান্না এ কথা বলেন।


তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি।


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু ও আবু ইউসুফ সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য দেন।


সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনের সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


Next Post Previous Post

banner