" ‘এক মুহূর্তেই সব বদলে যেতে পারে’ - dailymorning.online

banner

‘এক মুহূর্তেই সব বদলে যেতে পারে’

 

এবারে এল ক্লাসিকোই তাহলে মৌসুমের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। লিগে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের মধ্যে পয়েন্টের পার্থক্য ৩ পয়েন্ট। দুই দলের ম্যাচেই হয়তো লা লিগার মীমাংসা হবে। কোপা দেল রের ক্ষেত্রে হয়তো নয়, এল ক্লাসিকোই মীমাংসা করবে শিরোপার।

পরশু রেয়াল সোসিয়েদাদকে হারিয়ে ঘরোয়া কাপের ফাইনালে গিয়েছে মাদ্রিদ। গতকাল বার্সেলোনার পরীক্ষা ছিল আরও কঠিন। আতলেতিকো মাদ্রিদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল কাতালানরা। বার্সেলোনার মাঠের প্রথম লেগে ৪-৪ গোলে ড্র হওয়ায় মনে হয়েছিল গতকাল এগিয়ে থাকবে আতলেতিকো। কিন্তু ফেরান তোরেসের প্রথমার্ধের গোলে ফাইনালে চলে গেছে বার্সেলোনাই। আগামী ২৬ এপ্রিল ফাইনালে দেখা হবে বার্সেলোনা ও মাদ্রিদের।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ ধরে অপরাজিত আছে বার্সেলোনা। ২০২৫ সালে একমাত্র বার্সেলোনাই এখনো কোনো ম্যাচ হারেনি। যেকোনো বিচারে ইউরোপে এখন সবচেয়ে কার্যকরী ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিচ্ছে বার্সেলোনা। তাই ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকেরা।

তবে ২০২০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে ট্রেবল তো বটেই সম্ভাব্য ছয় শিরোপাই জেতানো হানসি ফ্লিক আপাতত সে আলোচনা থেকে দূরে থাকতে চাইছেন। বর্তমানে বার্সেলোনার দায়িত্বে থাকা জার্মান কোচ বলছেন, ছোটখাটো ভুলেই বড় ক্ষতি হয়ে যেতে পারে, ‘আমি জানি সবাই এখন ফাইনাল নিয়ে কথা বলতে চায়, এটা “ক্লাসিকো”, আমি বুঝি সেটা, কিন্তু আমি অতীত বা ভবিষ্যতে বাঁচি না। আমাদের মনোযোগ এখন বেতিস নিয়েই থাকা উচিত, লা লিগায় ওরাই আমাদের পরের প্রতিপক্ষ।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক আরও বলেছেন, ‘আমরা এখন ভালো সময় কাটাচ্ছি কিন্তু এই পেশায় কাটানো অভিজ্ঞতা থেকে জানি যে এক মুহূর্তেই সব বদলে যেতে পারে, আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। স্বপ্ন দেখা ভালো কিন্তু তার আগে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগ ধরে রাখতে হবে যেন সে স্বপ্ন বেঁচে থাকে।’ 

৯ ম্যাচ হাতে রেখে দুইয়ে থাকা মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়েও আপাতত এগিয়ে আছে তারা। লিগে দুই দল আবার ১১ মে মুখোমুখি হবে। এ মৌসুমে এখন পর্যন্ত দুবার এল ক্লাসিকো হয়েছে। লিগে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ব্যবধান ছিল ৫-২। ফলে ট্রেবলের স্বপ্ন দেখতে শুরু করতেই পারে বার্সেলোনা।

এদিকে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে কাতালানরা। 

Next Post Previous Post

banner