" বাংলাদেশ-ভারত-পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা বলল আন্তর্জাতিক সংস্থা - dailymorning.online

banner

বাংলাদেশ-ভারত-পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা বলল আন্তর্জাতিক সংস্থা


পবিত্র মাহে রমজান শেষের দিকে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগেই জানিয়েছে এই তিন দেশে কবে ঈদ হতে পারে।


শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী সোমবার (৩১ মার্চ)।


পোস্টে বলা হয়, বাংলাদেশে আজ (২৯ মার্চ) সূর্য অস্ত গেছে, অর্থাৎ সেখানে এখন ২৮ রমজান চলছে। আগামীকাল (রোববার) খালি চোখে চাঁদ দেখা যাবে। একইভাবে ভারত ও পাকিস্তানেও রোববার চাঁদ দেখা সম্ভব হবে, ফলে সোমবার ঈদুল ফিতর পালিত হবে।


এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ চালানো হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ জনসাধারণকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।


এর আগে, অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেয়। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবসহ আরব দেশগুলোতেও একই দিনে ঈদ পালিত হতে পারে।


এবারের ঈদ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেই পালিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার পর জানা যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner