গাজা কি এবার পুরোপুরি দখলে চলে যাচ্ছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় অস্ত্রবিরতি চুক্তি বড় সফলতা হিসেবে দেখা হয়েছিল। দুর্ভাগ্যজনক এক মাসের মধ্যে সেটি ভেঙে পড়ল। ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে। এই চুক্তির ব্যর্থতা ইসরায়েলের রাজনৈতিক লক্ষ্য ও ট্রাম্পের প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছে। ট্রাম্পের বিশ্বাস ছিল, তিনি ইসরায়েলকে গাজা সমস্যায় একটি কার্যকর সমাধান দিতে পারবেন। কিন্তু বাস্তবে তিনি বা তার প্রশাসন গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিশ্বের অনেক দেশ ও ধর্মীয় সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তাদের বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। কীভাবে গাজার অস্ত্রবিরতির চুক্তি ভেস্তে গেল, ইসরায়েলের হামলার মূল লক্ষ্য কী এবং ট্রাম্পের ভূমিকা কীভাবে সংঘাতকে ভয়াবহ করছে- এসব নিয়েই সাজানো হয়েছে এ প্রতিবেদন।