" ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার - dailymorning.online

banner

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার


সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে দুলু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।


গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, দুলু মিয়ার ছেলে প্রবাস (ফ্রান্স) ফেরত সুলতান আহমদ সাত মাস আগে স্থায়ীভাবে দেশে ফেরেন। বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। এ ঘটনার জেরে ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে সুলতান আহমদ। তাৎক্ষণিক স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ছেলে সুলতান আহমদকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘুমন্ত অবস্থায় ছেলে দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত দুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, পরিবার সূত্রে জেনেছি, প্রবাস ফেরত সুলতানের মানসিক সমস্যা রয়েছে। যে কারণে তিনি এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় তার ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner