" লরির চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২ - dailymorning.online

banner

লরির চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২


গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের মাজুখান এলাকায় লরির চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার হায়দরবাদ এলাকার ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী একই থানার মাজুখান এলাকার সাহেদ সাব্বির (২৫)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সাথে পুবাইলমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লরির চাপায় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক হানিফ ও যাত্রী সাহেদ সাব্বির নিহত এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।


পূবাইল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, লরির চাপায় ইজিবাইক সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner