" শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বাড়ানো : গণশিক্ষা উপদেষ্টা - dailymorning.online

banner

শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বাড়ানো : গণশিক্ষা উপদেষ্টা


প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীরা মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজিসহ বিদেশি ভাষা শিখতে পারবে। শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে। সবাই নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব।


শনিবার (২২ মার্চ) ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রাথমিকের শিক্ষার অবকাঠামো ভালো, শিক্ষকরা মানসম্পন্ন, পড়াশোনায় অগ্রসর, বেতনকাঠামো মোটামুটি ভালো, চাকরির নিশ্চয়তা আছে। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সুযোগ-সুবিধা তুলনামূলক কম। তারপরও অভিভাবকরা কেন সন্তানদের অন্য বিদ্যালয়ে পড়াবেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়, কীভাবে উন্নয়ন করা যায়— এসব বিষয়ে সুনির্দিষ্ট মতামত আশা করছি।


বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক মফিদুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner