বানিয়াচংয়ের কাগাপাশা ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে আটক করে পুলিশে সোপর্দ
বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের চৌধুরী বাজারে তাকে আটক করে জনতা। পরে তাকে পুলিশে খবর দিয়ে সোপর্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, চৌধুরী বাজারে স্থানীয় জনতা তাকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আটককৃত বিবেকানন্দ দাস কাগাপাশা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত বনমালি দাসের ছেলে।
ক্রেডিট:হবিগঞ্জ সমাচার